BY- Aajtak Bangla

শরীরে জোড়া লাল তিল, কীসের ইঙ্গিত জানেন?

4 May, 2025

ব্যক্তির শরীরে উপস্থিত তিল বিশেষ ইঙ্গিত ও অর্থ বহন করে। কিছু কিছু তিল জন্ম থেকে থাকে আবার কিছু তিল শরীরে সময়ের সঙ্গে দেখা দেয়।

এই তিল আমাদের জীবনে নানান শুভ অশুভ প্রভাব বিস্তার করে।

ব্যক্তির শরীরে কালো ও লাল রঙের তিল দেখা দেয়।

এর মধ্যে লাল রঙের তিল কখনও শুভ আবার কখনও অশুভ প্রভাব বিস্তার করে থাকে।

সমুদ্র শাস্ত্র অনুযায়ী মুখে লাল তিল থাকাকে বিশেষ শুভ মনে করা হয় না।

ব্যক্তির মুখে তিল থাকলে, তাঁদের দাম্পত্য ও পারিবারিক জীবনে নানান সমস্যার মুখোমুখি হতে হয়।

কোনও ব্যক্তির বাহুতে জোড়া লাল তিল থাকলে এই ব্যক্তিদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত হয়।

আবার পিঠে লাল তিল থাকে যে জাতকের তাঁরা সেনা বা প্রতিরক্ষা ক্ষেত্রে সাফল্য লাভ করেন। এই জাতকরা আত্মবিশ্বাসে ভরপুর থাকেন।

যে পুরুষের পেটে দুটো লাল তিল থাকে, তাঁরা জীবনে প্রচুর সাফল্য লাভ করেন। তাঁরা অত্যন্ত জনপ্রিয় হন।

অন্য দিকে মহিলার পেটে তিল থাকলে তাঁরা ভালো স্বামী ও সন্তান লাভ করেন।

সমুদ্র শাস্ত্র মতে যে ব্যক্তির নাভির একটু নীচে তিল থাকে, তাঁদের জীবনে এর শুভ প্রভাব পড়ে।