BY- Aajtak Bangla
1 FEBRUARY 2025
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়।
দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জানেন কেন রাজহাঁসই সরস্বতীর বাহন?
শাস্ত্র অনুযায়ী দেবী সরস্বতী, শুক্ল বর্ণ, শুভ্র হংসবাহনা এবং 'বীণা রঞ্জিত পুস্তক হস্তে' অর্থাৎ দেবীর এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক থাকে।
হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে। মনে করা হয়, দুধ ও জলের মিশ্রণ থেকে জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে, বা বলা যায় কাদায় মিশ্রিত স্থান থেকে তার খাদ্য খুঁজে নিতে পারে।
দেবী সরস্বতীর সঙ্গেই পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে ভেজাল, অসার, অশুভকে পরিহার করে পারমার্থিক জ্ঞান এবং পরমাত্মাকে গ্রহণ করতে পারার।
রাজহাঁসের থেকে শিক্ষার্থীরাও এই শিক্ষা পায় যে, সমাজের ভাল -মন্দ সব কিছুই থাকবে। তবে তার মধ্যে ভালটুকুই বেছে নিতে হবে।
সুশিক্ষা, ঠিক সেটাই বিবেচনা করার ক্ষমতা দেয় যে কোনও মানুষকে।
২০২৫ সালের সরস্বতী পুজো পড়েছে ৩ ফেব্রুয়ারি (বাংলায় ২০ মাঘ), সোমবার ।
২ ফেব্রুয়ারি বেলা ১২।২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি সকাল ৯।৫৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।