8 DECEMBER, 2024

BY- Aajtak Bangla

২০২৫ সালে সরস্বতী পুজো কবে? জানুন দিনক্ষণ ও শুভ মুহূর্ত

দেবী সরস্বতীর আরাধনা হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলার ঘরে ঘরে।

শীতকালে বাগদেবীর আরাধনা ঘিরে মেতে ওঠে কচিকাঁচারা। ঘরে ঘরে পূজিতা হন বাগদেবী।

 প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় সরস্বতী পুজো।

 চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালে সরস্বতী পুজো কবে পালিত হবে।

পুরাণ অনুসারে, প্রথমে ব্রহ্মা দেবী সরস্বতীর পুজো করেন। পরে তার পুজো জগতে প্রতিষ্ঠিত হয়।

এই সরস্বতী পুজোর দিনটিতে অনেকেই বাড়ির শিশুটিকে হাতেখড়ি দেন। আর শিক্ষার্থীরা দেবীর কাছে শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভের কামনা করে।

দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।

 ২০২৫-এ সরস্বতীপুজো পড়েছে  ২ ফেব্রুয়ারি, রবিবার৷ তাই অনেকেই নিশ্চিন্ত। আবার অনেকের মন খারাপ ছুটি নষ্ট হচ্ছে বলে।

পঞ্জিকা অনুযায়ী ২০২৫ সালে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৯টা বেজে ১৫ মিনিটে। এবং এই তিথি শেষ হবে পরের দিন ৩ ফেব্রুয়ারি ২০২৫-এর সকাল ৬টা বেজে ৫০ মিনিটে।

তবে উদয়তিথি অনুযায়ী ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে ২ ফেব্রুয়ারি।

২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে ২ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী সরস্বতী পুজোর শুভ মুহূর্ত সকাল ৯টা বেজে ১৬ মিনিটে থেকে শুরু করে দুপুর ১২টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত থাকবে এই শুভ মুহূর্তের মধ্যেই সরস্বতী পুজো করা হবে।