BY- Aajtak Bangla
10 February, 2024
মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। বুধবার সরস্বতী পুজো।
সরস্বতী বিদ্যার দেবী। বিশ্বাস, সরস্বতীর আরাধনা মন দিয়ে করলে বিদ্যা-বুদ্ধি লাভ হয়।
সরস্বতীর এই মন্ত্রগুলি জপ করলে বুদ্ধি বাড়বে। মায়ের আশীর্বাদ পাওয়া যাবে।
সরস্বতীর ধ্যান মন্ত্র: ওম সরস্বতী ময়া দৃষ্ট্বা, বীণা পুস্তক ধারিণীম। হংস বাহিনী সমাযুক্তা মাং বিদ্যা দান করোতু মে ওম।।
সরস্বতী গায়ত্রী মন্ত্র: ওম বাগদৈব্যৈ চ বিদ্মহে কামরাজায় ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।
সরস্বতী বীজ মন্ত্র: ওম এং সরস্বত্যৈ এং নম:
পড়ুয়াদের জন্য সরস্বতীর মন্ত্র: সরস্বতী নমস্তভ্যং বরদে কামরূপিণি। বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা।।
মহাসরস্বতী মন্ত্র: ওম এং মহাসরস্বৈত্যে নম:
বুদ্ধির জন্য সরস্বতী মন্ত্র: ওম এং হ্রীং শ্রীং বাগদেব্যৈ সরস্বত্যৈ নম: