BY- Aajtak Bangla

সরস্বতীর এই মন্ত্র জপ করলেই বুদ্ধি বাড়বে, পরীক্ষায় ভাল নম্বরও হাতের মুঠোয় 

10  February, 2024

মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। বুধবার সরস্বতী পুজো। 

 সরস্বতী বিদ্যার দেবী। বিশ্বাস, সরস্বতীর আরাধনা মন দিয়ে করলে বিদ্যা-বুদ্ধি লাভ হয়। 

সরস্বতীর এই মন্ত্রগুলি জপ করলে বুদ্ধি বাড়বে। মায়ের আশীর্বাদ পাওয়া যাবে। 

 সরস্বতীর ধ্যান মন্ত্র: ওম সরস্বতী ময়া দৃষ্ট্বা, বীণা পুস্তক ধারিণীম। হংস বাহিনী সমাযুক্তা মাং বিদ্যা দান করোতু মে ওম।।

সরস্বতী গায়ত্রী মন্ত্র: ওম বাগদৈব্যৈ চ বিদ্মহে কামরাজায় ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ। 

সরস্বতী বীজ মন্ত্র: ওম এং সরস্বত্যৈ এং নম:

 পড়ুয়াদের জন্য সরস্বতীর মন্ত্র: সরস্বতী নমস্তভ্যং বরদে কামরূপিণি। বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবতু মে সদা।।

মহাসরস্বতী মন্ত্র: ওম এং মহাসরস্বৈত্যে নম:

  বুদ্ধির জন্য সরস্বতী মন্ত্র: ওম এং হ্রীং শ্রীং বাগদেব্যৈ সরস্বত্যৈ নম: