BY- Aajtak Bangla
12 FEBRUARY, 2024
১৪ ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পুজো, কমবেশি সবাই এই পুজোয় পুস্পাঞ্জলি দিয়ে থাকেন।
সেই পুস্পাঞ্জলীর মন্ত্র কি মনে আছে? একবার দেখে নিন তাহলেই মনে পড়ে যাবে
মন্ত্র - সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোস্তুতে। নমঃ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।
আর দেবীকে মন্দিরে প্রতিষ্ঠার সময়ে যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় সেটিও দেওয়া হল।
প্রতিষ্ঠার মন্ত্র: ওম ভূর্ভুবঃ স্বঃ সরস্বতী দেব্যৈ ইহাগচ্ছ ইহ তিষ্ঠ। এতানি পাদ্যাদ্যাচমনীয়-স্নানীয়ং, পুনরাচমনীয়ম্।
প্রতিবারের মতো এবারও সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে আট থেকে আশি।
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুর ২ টো ৪১ মিনিটে সরস্বতী পুজোর পঞ্চমী তিথি পড়ছে। আর তিথি থাকবে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত।