18th May, 2024

BY- Aajtak Bangla

যতখুশি দান করুন ছাতু, কিছুদিনের মধ্যেই বড়লোক হবেন

স্বাস্থ্যের জন্য ছাতু খুবই ঘুরুত্বপূর্ণ। ছাতু গ্রহণে এই তীব্র গরমে শরীর থাকে ঠান্ডা।

ওজন কমানো থেকে নানা রোগভোগ কিছুই থাকে না। ছাতুর কামাল এমনই।

ছাতুর জনপ্রিয়তা তুঙ্গে। স্বাস্থ্যকর ছাড়াও ছাতুর গুরুত্ব রয়েছে জ্যোতিষেও। ছাতুর সঙ্গে জড়িয়ে বিভিন্ন গ্রহ। যার শুভ-অশুভ প্রভাব দেখতে পাওয়া যায়। 

জ্যোতিষশাস্ত্র মতে, ছাতু হল গ্রহদের শুভ্র ও শক্তির প্রতীক। নেগেটিভ শক্তির অবসান ঘটায়। ছাতুর সঙ্গে জড়িয়ে সূর্য, মঙ্গল ও বৃহস্পতি।

গোটা গরমকাল জুড়ে ছাতু গ্রহণ করলে নেগেটিভ শক্তি দূর হয় দ্রুত। এছাড়া মানসিক শান্তিও বজায় থাকে সংসারে।

সূর্যদেব ও ছাতুর সম্পর্ক অটুট। হিন্দুশাস্ত্র অনুসারে, ছাতু প্রসাদ হিসাবে সূর্যদেবের কাছে নৈবেদ্য হিসাবে নিবেদন করা হয়।

তাতে সূর্যের তাপ ও তীব্রতা হ্রাস পায় বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়।

গরমকালে ছাতু দান করাও ফলদায়ক। ছাতু দানকে শুভ বলে মনে করা হয়। তাতে সূর্যের প্রভাব শক্তিশালী হয়।

ছাতু দানে জীবনে উন্নতির সব দরজা খুলে যায়। সাফল্য ও সম্মান বৃদ্ধি পায় পদে পদে।

ছাতুকে বৃহস্পতির প্রতীক বলা হয়। কথিত আছে, ছাতুর গ্রহণ করলে বৃহস্পতি শক্তিশালী হয়ে ওঠে। শিক্ষা ও ব্যবসায় উন্নতির জন্যও শুভ বলা হয়।