10 March, 2025

BY- Aajtak Bangla

এবার দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর শুভক্ষণ কখন? রইল তিথি

দোলযাত্রায় বহু বাঙালির বাড়িতেই সত্যনারায়ণ পুজো হয়। দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো দেওয়া বাড়ি ও পরিবারের পক্ষে অত্যন্ত মঙ্গলের।

কিন্তু এ বছর দোলের দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। যদিও এই গ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না। তাই সূতককালও নেই।

এখন প্রশ্ন হল, দোল পূর্ণিমার সত্যনারায়ণ পুজো কখন করা যাবে? পঞ্জিকা অনুসারে জেনে নেওয়া যাক।

বিশুদ্ধ পঞ্জিকামতে ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকেই পড়ছে দোলপূর্ণিমার তিথি। ইংরেজি ১৩ মার্চ সকাল ১০ টা ৩৭ মিনিটে পড়ছে দোল পূর্ণিমা।

পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ১৪ মার্চ। বাংলা ক্যালেন্ডার মতে, ৩০ ফাল্গুন, শুক্রবার পূর্ণিমা তিথি শেষ হচ্ছে বেলা ১২টা ১৫ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১৩ মার্চ অর্থাত্‍ বৃহস্পতিবার শুরু হচ্ছে দোল পূর্ণিমা তিথি। বেলা ১০টা ২২ মিনিটে।

দোল পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, ১৪ মার্চ বেলা ১১টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডে।

ন্যাড়া পোড়া বা হোলিকা দহনের দিন ১৩ মার্চ। রাত ১০.৩৭ মিনিটের পর এই হোলিকা দহনের শুভক্ষণ শুরু হবে।

১৩  মার্চ হোলিকা দহনের শুভ সময় হল ১ ঘণ্টা ৪ মিনিট।