3 JULY, 2023

BY- Aajtak Bangla

রাত পোহালেই শ্রাবণ মাস, মহাদেবকে নিয়ে জানুন এই অজানা কথা

শিবজির প্রিয় মাস শ্রাবণ ৪ জুলাই থেকে শুরু হতে চলেছে , যা চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। এ বছর ২ মাস ধরে শ্রাবণ চলবে।

শ্রাবণ ও শিবজির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই মাসে ভোলেনাথের পুজো করাকে বিশেষ বলে মনে করা হয়। কেন এটা বিশেষ আসুন জেনে নিই।

পৌরাণিক কথা অনুযায়ী, শ্রাবণে দেবী পার্বতী ও শিবের পুনঃমিলন হয়েছিল।

বিশ্বাস করা হয় যে শিবজি প্রত্যেক বছর শ্রাবণে ধরিত্রীতে নিজের শ্বশুরবাড়ি আসেন, তাই শ্রাবণ মাসে মহাদেবের পুজোকে সেরা বলে মনে করা হয়।

শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। যেখানে শিব বিষ পান করেছিলেন।

এরপর শিবের শরীরের তাপমাত্রা কম করার জন্য মহাদেবের শরীরে জল ঢালা হয়। সেইজন্য জলাভিষেক করলে সব দুঃখ দূর করেন শিব।

দেবতারা ঘুমিয়ে পরার পর সৃষ্টি চালান শিব আর চার্তুমাসের প্রথম মাস শ্রাবণ, এতে শিব পুজোর দ্বিগুণ ফল পাওয়া যায়।

শ্রাবণ মাসে বৃষ্টির কারণে সমস্ত ধরিত্রী জলমগ্ন হয়ে থাকে। এরকম অবস্থায় ঘরেই শিবের জলাভিষেক করলে রোগ, দোষ, দুঃখ দূর হয়ে যায়।