28 JUNE, 2023
BY- Aajtak Bangla
শ্রাবণ মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এই মাসটিকে শিবের মাস বলে উৎসর্গ করা হয়ে থাকে।
এই মাসে শিবের পুজো করলে পুণ্যলাভ করা যায়।
পৌরাণিক কথা অনুযায়ী, চার্তুমাসের আগের মাস অর্থাৎ শ্রাবণ মাসে শিব পরিবার এই দেশে শ্বশুরবাড়িতে থাকেন।
পৌরাণিক তথ্য অনুসারে, শিবের শ্বশুরবাড়ি হরিদ্বারের কনখলে অবস্থিত।
এখানকার দক্ষ মন্দিরে মাতা সতী ও মহাদেবের বিয়ে সম্পন্ন হয়েছিল।
শিবজি কনখেলে পুরো শ্রাবণ মাসে দক্ষেশ্বর রূপে বিরাজমান থাকেন।
মানা হয় যে, এটা সেই মন্দির, যেখানে রাজা দক্ষ সেই বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন।
ভগবান শিব ছাড়াও রাজা দক্ষ এই যজ্ঞে সমস্ত দেব-দেবীদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
শ্রাবণ মাস জুড়ে শিবের পুজো-অর্চনা করলে ভক্তের সব ইচ্ছা পূরণ করেন মহাদেব।
এই মাসে কিছু নিয়ম ও উপায় করলে ভগবান শিব ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন।