20 JUNE, 2023
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবাণকে বলা হয় দেবাদিদেব শিবের মাস।
পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার, শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন।
মন্দির ছাড়াও, বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের। ভোলেবাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়।
শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনও ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালেন শিবভক্তেরা।
বিশ্বাস করা হয়, এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হোন ও মনোবাঞ্ছা পূরণ করেন।
এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে। জানুন ব্রত পালনের দিনক্ষণ।
প্রথম সোমবার- ২৪ জুলাই (৭ শ্রাবণ)
দ্বিতীয় সোমবার- ৩১ জুলাই (১৪ শ্রাবণ)
তৃতীয় সোমবার- ৭ অগাস্ট (২১ শ্রাবণ)
চতুর্থ সোমবার - ১৪ অগাস্ট (২৮ শ্রাবণ)