24 JUNE, 2023

BY- Aajtak Bangla

শ্রাবণ মাসে এই ভুলগুলি করবেন না, রুষ্ট হবেন মহাদেব

এই বছর শ্রাবণ মাস শুরু হতে চলেছে ৪ জুলাই, মঙ্গলবার থেকে আর শেষ হবে ৩১ অগাস্ট বৃহস্পতিবার।

ভগবান শিবের এই শুভ পর্ব শুরু হতে মাত্র কয়েকটা দিন বাকি। এর সঙ্গে এই বছরের শ্রাবণ মাস ২ মাসের জন্য হতে চলেছে।

এর অর্থ শ্রাবণের মাস এইবার ৫৮দিন পর্যন্ত থাকবে। এই সংযোগ প্রায় ১৯ বছর পর এসেছে।

শ্রাবণ মাসে ভোলেনাথের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে যে এইমাসে শিবের পুজো করলে জীবনের প্রত্যেক বাধা দূর হয়ে যাবে।

আসুন জেনে নিন যে শ্রাবণ মাসে কোন ভুলগুলি থেকে সাবধানে থাকতে হবে।

শ্রাবণ মাসে ভুলেও বেগুন খাবেন না। বেগুনকে অশুদ্ধ সবজি বলে মনে করা হয়। এইজন্য দ্বাদশী ও চতুর্দশীতে বেগুন খাওয়া এড়িয়ে চলুন।

শ্রাবণ মাসে খাবার নিয়ে বিশেষ সতর্ক করা হয়েছে। এইমাসে মাছ-মাংস বা মদ্যপান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

শ্রাবণ মাসে শিবলিঙ্গকে দুধ দিয়ে জলাভিষেক করাকে শুভ বলে মনে করা হয়।

এই পবিত্র মাসে কারোর অপমান করবেন না এবং বাজে চিন্তা মনে আনবেন না। বড়দের সঙ্গে ও সঙ্গীর সঙ্গে ভালো আচরণ করুন।

এই মাসে ভগবান শিব বা শিবলিঙ্গে কেতকী ফুল অর্পিত করবেন না। এইমাসে দিনের বেলায় ঘুমোবেন না।