9 July, 2023
BY- Aajtak Bangla
হিন্দু ক্যালেন্ডার অনুসারে,এ বছর শ্রাবণ মাস ৫৯ দিনের। এই কাকতালীয় যোগ ঘটেছে ১৯ বছর পরে।
৪ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। ৮টি সোমবার। ১০ জুলাই প্রথম সোমবার।
শ্রাবণ সোমবার শিবের পুজো ও অভিষেক করলে বাধাবিঘ্ন দূরে চলে যায়।
শিবকে দুধ দিয়ে অভিষেক করলে সুখ, শান্তি ও সন্তান পাওয়া যায়।
দই দিয়ে অভিষেক করলে সম্পদ মেলে।
ঘি ও মধু দিয়ে অভিষেক করলে ঘর ও সংসারে সমৃদ্ধি আসে। ।
জলে অভিষেক করলে শান্তিলাভ।
আখের রসে অভিষেক করলে লক্ষ্মীর কৃপায় ব্যবসা বৃদ্ধি পায়।
ডালিমের রস দিয়ে অভিষেক করলে বিবাহের বাধা কাটে।
পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক করলে ইচ্ছাপূরণ হয়।
নারকেল জল দিয়ে অভিষেক করলে শত্রুনাশ হয়।