BY- Aajtak Bangla
25 July 2025
শ্রাবণ মাসে শিবপূজোর করলে হিন্দুশাস্ত্র অনুসারে অপার পুণ্যলাভ হয়। কীভাবে করতে হবে সেটা জানা জরুরি।
প্রতিটা সোমবার উপবাস করে শিবপূজা করা শুভ ধরা হয়।
বেলপাতা, দুধ আর গঙ্গাজল শিবলিঙ্গে দিলে মনোবাঞ্ছা পূর্ণ হয়।
ভক্তরা গঙ্গাজল সংগ্রহ করে কাওয়ার যাত্রা করে মাইলের পর মাইল হাঁটে শিবালয়ে পৌঁছাতে।
প্রতিদিন কয়েক মিনিট শিবমন্ত্র জপ করলে মন শান্ত হয়।
এই মাসে শিব পুরাণ বা রুদ্রাভিষেক শ্রবণ করল শুভ ফল লাভ হয়।
এ মাসে সবুজ বা বেলপাতার রঙের পোশাক পড়লে শ্রাবণের শক্তি বাড়ায়।
দুধ, দই, মধু, ঘি আর চিনি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করানো অত্যন্ত শুভ ।
শ্রাবণের সোমবার শিব মন্দিরে গিয়ে প্রার্থনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমবার ধরা হয়।
দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে খাবার বা পোশাক দান করাই শ্রেষ্ঠ কর্ম।
ব্রত ভাঙার সময় সৎকর্ম আর নিরামিষ খাবার খাওয়া উচিত।
শ্রাবণে এই নিয়মগুলি মেনে চললে অপার ও সর্বোচ্চ পূণ্য লাভ হয় বলে মনে করা হয়।