BY- Aajtak Bangla

এক শালিক দেখে দিন খারাপ যায়? দু' শালিক দেখলে কী হয়?

19 MARCH, 2025

বর্তমান যুগে দাঁড়িয়েও অনেক মানুষ কু-সংস্কারে বিশ্বাসী। অনেক পশু কিংবা পাখিকে নিয়েই আমাদের মনে কু সংস্কার রয়েছে। তার মধ্যেই একটি হল শালিক পাখি 

কু-সংস্কার

সকালে কাজে বেরোনোর সময় রাস্তায় এক শালিক দেখলেই কি আপনারও মন খুঁতখুঁত করে? অপেক্ষা করেন যে কখন দুই শালিক দেখতে পাবেন? 

দুই শালিক

জানেন কেন দুই শালিক দেখাকে শুভ বলে মনে করা হয়? 

শুভ কেন

অনেকে মনে করেন, জোড় সংখ্যা ভাল এবং বিজোড় সংখ্যা খারাপ। হিন্দু বাড়িতে এজন্যে শুভ অনুষ্ঠানের আগে ২টি কলাগাছ লাগানো রীতি। 

২টি কলা গাছ

এছাড়াও এক শালিক দেখা খারাপ এবং দুই শালিক দেখে নমস্কার করা ভাল, এই সমস্ত ধারণা আমরা বহুদিন ধরে শুনে আসছি। 

বহুদিনের ধারণা

শালিক পাখিরা বেশিরভাগ সময় একসঙ্গে থাকে। তাই একটি শালিক দেখা খারাপ মনে করা হয়।

একসঙ্গে থাকে

বিশ্বাস অনুযায়ী, এক শালিক দেখার কিছুক্ষণের মধ্যে কলা গাছ দেখলে ক্ষতি হয় না। এছাড়াও অনেকে মিলে এক শালিক দেখলে কোনও ক্ষতি হয় না।

ক্ষতি হয় না

আসলে এটি নিছকই একটি কু-সংস্কার। বিজ্ঞানে এরকম কোনও বিষয়ের উল্লেখ নেই। জ্যোতিষশাস্ত্রেও এই সম্পর্কিত কোনও ব্যাখ্যা নেই। 

জ্যোতিষশাস্ত্র