BY- Aajtak Bangla
22 AUGUST, 2023
শনিদেব ন্যায়বিচারের দেবতা এবং মানুষকে তাঁদের কর্মের ভিত্তিতে ফল দেন তিনি।
জ্যোতিষশাস্ত্রে শনি দেবকে নয়টি গ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
শনিদেব ভক্তদের ভাল কাজের শুভ ফল দেন। খারাপ কাজ করলে, গ্রহরাজের ক্রোধের সম্মুখীন হতে হয়।
শনির মহাদশা যারা কাটাতে চান, তারা পুজো করতে পারেন। জানুন শনির ব্রতর নিয়মকানুন।
শনিবার সন্ধ্যাবেলা ঘরের বাইরে উঠোনে বা কোনও শনি মন্দিরে এই ব্রত পালন করতে হয়।
গ্রহরাজের পুজোতে সিন্নি দেওয়া হয়। উপবাস থেকে, সন্ধ্যাবেলা পুজোর শেষে, ব্রতকথা শুনে নির্মাল্য প্রসাদ গ্রহণ করতে হয়।
শনিবারে এই ব্রত পালন করলে, শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে বিপদ, দুঃখ -কষ্ট দূর হয়। শনিদেবের কৃপায় সব প্রকার গ্রহদোষ কাটে।
পুজোর মন্ত্র ওঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায় নমঃ।
প্রণাম মন্ত্র ওঁ নীলঞ্জনচয়ং প্রখ্যং রবিসূতঃ মহাগ্রহম। ছায়ায়াং গর্ভশম্ভুতং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম।