BY- Aajtak Bangla

এই এক ফুলেই প্রসন্ন হন শনিদেব, রোষ থেকে বাঁচবেন

25 AUGUST, 2023

শনিদেবকে হিন্দু ধর্মে কর্মফল তথা ন্যায়ের দেবতা বলা হয়। কর্ম ফল অনুসারে ফল দেন তিনি।

শনির ক্রোধে শুধু মানুষ নয়, দেবতারাও কাঁপেন। 

প্রত্যেক মানুষই চান শনিদেবের কৃপা।  শনিদেব যাঁর প্রতি সদয় হন, তাঁর ফকির থেকে রাজা হতে সময় লাগে না। 

শনিবার শনিদেবের আশীর্বাদ পেতে নিয়মানুযায়ী তাঁর পুজো করার পাশাপাশি পছন্দের জিনিস অর্পণ করুন।

শনির অশুভ প্রভাবে সর্বনাশ হয় ব্যক্তির।

প্রতিটি মানুষকেই জীবনে কোনও না কোনও সময় শনির কুদৃষ্টির সম্মুখীন হতে হয়। তা সত্ত্বেও শনির প্রকোপ কিছুটা হলেও কমানো যায়। 

 শনিদেবকে তাঁর পছন্দের জিনিস নিবেদন করলে উপকার মেলে। আকন্দ ফুল শনিদেবের খুব প্রিয়। 

শনিদেবকে আকন্দ ফুল নিবেদন করলে তিনি খুব খুশি হন। ভাগ্যের তালা খুলে দেন। 

এছাড়া শনিবার শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে।