BY- Aajtak Bangla
29 AUGUST, 2023
শনিদেবকে ন্যায়ের দেবতা এবং কর্মের দাতাও বলা হয়। যারা ভালো কাজ করে তাদের জন্য শনিদেব শুভ ফল দেন এবং যারা খারাপ কাজ করে তাদের শাস্তি দেন।
জ্যোতিষশাস্ত্র মতে, শনির মহাদশা চললে ব্যক্তির আচরণে বিশেষ পরিবর্তন আসে। সেই সঙ্গে অর্থনৈতিক অবস্থাতেও ভাল-মন্দ পরিবর্তন আসে।
জ্যোতিষশাস্ত্র মতে, শনির মহাদশা শুরু হলে একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়ে। হঠাৎ মাদকাসক্ত হয়ে পড়লে বুঝবেন শনির মহাদশা শুরু হয়েছে।
আপনার কোনও মূল্যবান জিনিস হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বুঝবেন শনির মহাদশা শুরু হয়েছে। এই সময় বড় আর্থিক ক্ষতি হলে বুঝবেন শনির মহাদশা চলছে।
জীবনে যদি হঠাৎ করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে বুঝবেন আপনার রাশিতে শনির মহাদশা চলছে। বাড়িতে চুরি, বড় অসুখ, জিনিসপত্র হারানো ইত্যাদি শনি মহাদশার লক্ষণ।
বাস্তু ত্রুটি থাকলে পরিবারে সমস্যা তৈরি হয়। বাস্তু দোষ কাটানো সত্ত্বেও যদি পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের পরিস্থিতি তৈরি হয়, সম্পর্ক মধুর না হয়, তাহলে বুঝবেন শনি মহাদশা চলছে।
শনিবার শনিদেবের পুজো করুন আচারের সঙ্গে। এছাড়াও শনি চালিসা পাঠ করুন। এই প্রতিকার করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়।
শনির মহাদশার সময় গরীব, অসহায় ও নারীদের কষ্ট দেবেন না। পাশাপাশি প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এতে শনির মহাদশার কষ্ট লাঘব হবে।
প্রতি শনিবার অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। এর সঙ্গে সরিষার তেলের চারমুখী প্রদীপ জ্বালিয়ে তিনবার প্রদক্ষিণ করুন। এই প্রতিকার করলেও শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয়।