BY- Aajtak Bangla

  এই শ্রাবণেই বাড়িতে প্রতিষ্ঠা করুন শিবলিঙ্গ, জানুন কী কী নিয়ম মানতে হবে 

4 JULY, 2024

শিবলিঙ্গকেই প্রকৃত শিব বলা হয়। শ্রাবণ মাসে শিবলিঙ্গের পুজোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শিবলিঙ্গের পুজো এবং বাড়িতে বা মন্দিরে স্থাপন করারও কিছু নিয়ম রয়েছে।

বাড়িতে বা মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার সময় বিশেষ কিছু বিষয়ের যত্ন নেওয়া প্রয়োজন।

মহাদেবের পুজোয় শিবলিঙ্গ পুজোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

শিবলিঙ্গের বেদীর মুখ ঘরে আলাদা এবং মন্দিরে আলাদাভাবে স্থাপন করতে হবে।

শাস্ত্র মতে শিবলিঙ্গ ঘরে আলাদা এবং মন্দিরে আলাদাভাবে স্থাপন করতে হবে। 

শিবলিঙ্গের বেদীর মুখ উত্তর দিকে হওয়া উচিত। 

ঘরে স্থাপিত শিবলিঙ্গ খুব বড় হওয়া উচিত নয়। এটি সর্বোচ্চ ৬ ইঞ্চি হওয়া উচিত। যদিও মন্দিরের ক্ষেত্রে সেরকম কোনও ব্যাপার নেই। 

শিবের পুজোয় জল ও বেল পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুটি জিনিস দিয়েই শিবকে যথাযথভাবে পুজো করা যায়। 

এছাড়া কাঁচা দুধ, সুগন্ধি, আখের রস, চন্দন দিয়েও অভিষেক করা যায়। শিবলিঙ্গে কখনই শিমুল, জুঁই, কদম ও কেতকি ফুল অর্পণ করবেন না।