BY- Aajtak Bangla
22 January 2025
ঘরের বাইরে আমরা অনেকেই পাপোশ রাখি। পা মুছে ঘরে ঢোকার জন্য পাপোশ খুবই কার্যকরী।
কিন্তু ঘরের বাইরে পাপোশ রাখা কি আদৌ শুভ, নাকি অশুভ!
বাস্তু মতে, ঘরের বাইরে পাপোশ রাখা শুভ।
ঘরের বাইরে পাপোশ রাখলে কী হয়....
বাস্তু মতে, ঘরের বাইরে পাপোশ রাখলে সুখ-শান্তি বজায় থাকে।
পাপোশ রাখলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না।
ঘরের বাইরে পাপোশ রাখলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
তবে পাপোশ নিয়মিত পরিষ্কার রাখা উচিত।
বাস্তু মতে, ঘরে আয়তাকার পাপোশ রাখা উচিত, গোলাকার পাপোশ নয়।