02 December, 2023

BY- Aajtak Bangla

কৃষ্ণের প্রিয় এই সুগন্ধী ফুল, বাড়িতে লাগিয়ে পান দীর্ঘায়ু-ধন সম্পদ

হিন্দু ধর্ম ও শাস্ত্রে শিউলি ফুলের অপরিসীম গুরুত্ব রয়েছে। 

শিউলি ফুলের গুরুত্ব অপরিসীম। একে অত্যন্ত পবিত্র মনে করা হয়। 

জানা যায়, সমুদ্র মন্থনের সময় যে ১৪টি রত্ন বেরিয়েছিল তার মধ্যে  ছিল কল্পবৃক্ষ বা শিলি গাছ।

সমুদ্র মন্থন থেকে পারিজাত (Parijat Flower) বা শিউলি গাছের উদ্ভব হয়। 

আর সেই সমুদ্র মন্থন থেকেই দেবী লক্ষ্মীও আবির্ভূত হন। ইন্দ্র স্বর্গে পারিজাতের অলৌকিক বৃক্ষ রোপণ করেছিলেন। 

এই গাছ দীর্ঘায়ু দেয় বলে বিশ্বাস। এছাড়া এই গাছ গৃহে প্রচুর ধন-সম্পদও আনে। 

পাশাপাশি মানসিক চাপ দূর হয় এবং গৃহশান্তি বজায় থাকে।

এই গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে পারিজাত তথা শিউলি গাছ লাগানো ভাল। এতে ঘরের নেতিবাচকতা দূর হয়। সেই সঙ্গে গৃহে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি।