28 November 2023

BY- Aajtak Bangla

ভাল মানুষের সঙ্গেই কেন সব খারাপ হয়? শ্রীকৃষ্ণ বলেছিলেন কারণ

বলা হয়, মানুষের জীবনের সব সমস্যা উত্তর রয়েছে হিন্দুধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গীতায়।

কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলি দিয়েছিলেন, গোটা জগতের মানুষের সব সমস্যার উত্তর।

শ্রীকৃষ্ণের সেই সব উপদেশ মানার পরেই যুদ্ধ জেতা সহজ হয়ে গিয়েছিল অর্জুনের কাছে।

অর্জুন কৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন, 'ভাল লোকদের সঙ্গে খারাপ কেন হয়?'

কৃষ্ণের উত্তর ছিল, 'মানুষ যা ভাবে, অনুভব করে, তা কিছু নয়। আসলে অজ্ঞতার ফলে সত্যিটা বুঝতে পারে না।'

কৃষ্ণ বলছেন, ভগবান তোমার সব কর্ম নজর রাখেন, এরকমও ভাবার কিছু নেই। 

জীবনে কিছু পাওয়ার নেই, কিছু হারানোরও নেই। আত্মার বিনাশ নেই।

ভগবান কোন জিনিস কোন রূপে দিচ্ছেন, তা মানুষ বুঝতে পারে না।

তুমি যদি ভাল কাজ করতে থাকো, ভগবানের কৃপা সর্বদা তোমার উপর থাকবে। ভাল কাজের ফল মেলেই। 

আসলে গোটাটাই কর্মফল। ভাল কাজের ভাল ফল মেলে। খারাপ কাজের খারাপ ফল।