BY- Aajtak Bangla
14 MAY, 2024
শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার।
ভগবান কৃষ্ণের এমন কিছু উপদেশ আছে, যা জীবনের প্রতিটা পদক্ষেপে আপনার কাজে লাগবে।
শ্রীকৃষ্ণের মতে সব কিছুই ভালর জন্য়ে হয়। খারাপ সময় বোঝা না গেলেও, পরবর্তীতে বোঝা যায়।
সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ থাকে। জীবনে ঘটে যাওয়া সব কিছুর মধ্য়ে ভাল কোনও কারণ রয়েছে।
আপনার জীবনে খারাপ সময় এলে, তার পিছনেও কিছু কারণ রয়েছে।
তিনি বলেছেন কোনও কাজই ছোটো নয়। আপনি যাই কাজ করুন তা ভালোবেসে এবং নিষ্ঠার সঙ্গে করতে হবে।
তিনি আরও বলেছেন যে জীবনে চলার পথে সবার একটি বন্ধুর প্রয়োজন। বিশ্বাস এবং ভালোবাসা ছাড়া বন্ধুত্ব হয় না।
জীবনে যারা সব সময় ভাল কাজ করেন, তাদের কর্ম কখনও বিফলে যায় না। কর্মফল সকলকে ভোগ করতে হয়।
সব খারাপের মধ্য়েও আমাদের ভালটা বেছে নিতে হবে। নেতিবাচক চিন্তা এড়িয়ে, ইতিবাচক দিকে এগোতে হবে।