20 September, 2023
BY- Aajtak Bangla
গীতার নানা শিক্ষাগুলি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গিয়েছিলেন।
ভগবদগীতায় শ্রী কৃষ্ণ মানুষের ধবংসের পাঁচটি কারণ উল্লেখ করেছেন। এই পাঁচ কারণ সুখী ব্যক্তিকেও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে।
শ্রী কৃষ্ণ গীতায় বলেছেন ঘুম, ক্লান্তি ও রাগ, কাজ করতে না চাওয়া মানুষের ধ্বংসের প্রথম কারণ।
কেউ এসবের ফাঁদে পড়লে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই এই ভুলগুলো থেকে সাবধান থাকুন।
চরম সুখ বা দুঃখের পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উভয় পরিস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়।
শ্রী কৃষ্ণ বলেছেন, যারা প্রতিকূল পরিস্থিতিতে সাহস হারিয়ে ফেলে তারা কখনই সফল হন না। কঠিন সময় ইতিবাচক চিন্তা করতে না পারলে সমস্যায় পড়তে হয়।
যখন নিজেকে পরিবর্তন করার ক্ষমতা মানুষ হারিয়ে ফেলে তখনই ঈশ্বর ও ভাগ্যকে দোষারোপ করতে শুরু করে। এই ধরনের মানুষ সফল হন না।
টাকা পেয়ে গেলে একজন ব্যক্তি নিজেকে ধনী বলে মনে করতে শুরু করেন, অহংকার করেন। এতেও মারাত্মক ক্ষতি হয়।
প্রকৃত অর্থে ভালো চিন্তা, মিষ্টি ব্যবহার ও সুন্দর চিন্তার মানুষরাই প্রকৃত ধনী।