BY- Aajtak Bangla

শুক্রবার পালন হয় সন্তোষী মায়ের ব্রত,  দেবী সন্তোষী কে জানেন?  

20 MARCH, 2025

হিন্দুদের নানা দেবদেবীর মধ্যে একজন মহাদেবী হলেন সন্তোষী মা। এই দেবীকে সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলে অভিহিত করা হয়। 

সন্তোষী মা

বিশেষত উত্তর ভারত ও নেপাল-এর মহিলারা সন্তোষী মায়ের পুজো করেন। ধীরে ধীরে দেবীর মহিমা এদেশের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়েছে।

সন্তোষী মায়ের পুজো

এমনকী বহু বাঙালিও সন্তোষী মায়ের ব্রত পান করেন বর্তমানে। 

সন্তোষী মায়ের ব্রত

ষাটের দশকের শুরুতে সন্তোষী মায়ের প্রথম প্রচার হয়। মৌখিক কথা-কাহিনি, ব্রতের বিবরণী সংবলিত পুথি, পোষ্টার ইত্যাদির মাধ্যমে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। 

জনপ্রিয়তা বাড়তে থাকে

দেবীর জন্ম শুক্রবারে পূর্ণিমা তিথিতে হয়। এজন্যে সন্তোষী মায়ের পুজোর জন্য শুক্রবার দিনটি শ্রেষ্ঠ। 

 শুক্রবার শ্রেষ্ঠ দিন

দেবী সন্তোষী চতুর্ভুজা তথা রক্তবস্ত্র পরিহিতা, হাতের দুটিতে ত্রিশূল ও তলোয়ার ধারণ করেন ও বাকি দুই হাতে বরাভয় ও সংহার মুদ্রা থাকে তার। 

চতুর্ভুজা

সন্তোষী মায়ের ত্রিশূল পাত তিনটি গুণের (সত্য,রজ ও তম) প্রতিক ও তলোয়ারটি জ্ঞানের প্রতীক।

জ্ঞানের প্রতীক

পৌরাণিক মত অনুযায়ী তিনি গণেশের কন্যা। গণেশের দুই ছেলে শুভ ও লাভের ইচ্ছে হয় বোনের হাতে রাখি পরবেন। পুত্রদের মনোবাসনা পূর্ণ করতে এক কন্যার সৃষ্টি করেন গণপতি।

 গণেশের কন্যা

দাদাদের মনের ইচ্ছে পূর্ণ করলেন বলে, তাঁর নাম হল সন্তোষী। বাঘের পিঠে আসীন এই দেবী পূজিতা হন দুর্গার অবতার রূপেও। 

দুর্গার অবতার