27 November, 2023

BY- Aajtak Bangla

বিয়ের আগে বর-বউয়ের গায়ে হলুদ মাস্ট, কিন্তু কেন জরুরি এই প্রথা?

Haldi Ceremony অর্থাত্‍ গায়ে হলুদের অনুষ্ঠান। ভারতীয় বিয়ে মানেই সেখানে গায়ে হলুদের আচার তো থাকবেই।

বর হোক বা কনে, বিয়ের দিন সকালে গায়ে মুখে হলুদ বাটা মাখতেই হবে।

কিন্তু কখনোও ভেবে দেখেছেন এই প্রথার কারণ কী? বিয়ের সঙ্গে কেন গায়ে হলুদ মাখার রীতি প্রচলিত আছে?

তাহলে জেনে নিন এই প্রথার পিছনে থাকা কারণ।

হলুদ হল জীবাণুনাশক। হলুদ আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। হলুদের এই সুরক্ষা বর্মের জন্যই বিয়ের অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে গায়ে হলুদের প্রথা।

হলুদ আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। বিবাহিত জীবনে দুজন নতুন মানুষকে স্বাগত জানায় হলুদ। সেই কারণেই বিয়ের অনুষ্ঠানে হলুদের ছোঁয়া থাকা শুভ বলে মনে করা হয়।

হলুদ হল আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদের মতো। বিয়ের আগে গায়ে হলুদ মাখা তাই আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হয়।

গায়ে হলুদ মাখিয়ে আত্মীয় পরিজনরা হবু বর ও কনেকে সুখী বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ করেন।

বিয়ের পিঁড়িতে বসার আগে গায়ে হলুদ মেখে স্নান করলে ত্বক উজ্জ্বল হয়। ত্বকের মরা কোষ সরিয়ে হলুদের প্রলেপ ত্বককে ঝলমলে করে তোলে।

হলুদ হল শুভ শক্তির প্রতীক। সেই কারণ অশুভ শক্তিকে দূরে সরাতে বিয়ের শুভ অনুষ্ঠানে হলুদের ব্যবহার করা হয়।

হলুদ মনকে শান্ত করতে সাহায্য করে। সেই কারণে বিয়েতে গায়ে হলুদের প্রথা প্রচলিত আছে।