BY- Aajtak Bangla

শুধু সিঁথিতে নয়, শরীরের ৫ জায়গায় সিঁদুর পরা নিয়ম! অনেক বিবাহিতরাও জানেন না    

8 NOVEMBER, 2024

 সনাতন ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ছাড়া হিন্দু ধর্মে কোনও শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না। 

 দেবতাদের অলংকরণে সিঁদুর ব্যবহার করা হয়। বিবাহিত মহিলারাও সিঁদুর পরেন। 

পুরাণ ও বাস্তু মতে বিশ্বাস করা হয়, মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে। 

এই সিঁদুর নিয়ে বহু নিয়ম শোনা যায়। আবার অনেকের বহু ভুল ধারণাও র‍য়েছে সিঁদুর নিয়ে 

সাধারণত দু'জায়গায় সিঁদুর পরে মহিলারা, সিঁথি ও কপাল। তবে শোনা যায় আরও কয়েকটি স্থানে সিঁদুর পরার নিয়ম। 

মোট পাঁচটি স্থানে সিঁদুর পরার নিয়ম আছে- কপালে, সিঁথিতে, কণ্ঠে, শঙ্খ এবং বস্ত্রে। 

শাস্ত্র মতে সিঁদুর লাগানোর বেশ কিছু মন্ত্র আছে। সিঁথিতে- ওঁ কৃষ্ণায় নমঃ। 

কপালে- ওঁ কেশবায় নমঃ। কন্ঠে- ওঁ গোবিন্দায় নমঃ। শঙ্খে- ওঁ মধুসূদনায় নমঃ। বস্ত্রে- ওঁ মাধবায় নমঃ। 

বাস্তু মতে, বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোওয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত না। বাস্তু মতে, এরকম করলে মহিলাদের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে।