BY- Aajtak Bangla
16 May, 2024
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষে নবমী তিথি সীতা নবমী তিথি উৎসব পালন হয়।
প্রতি বছর সীতা নবমী ১৬ মে অর্থাৎ আজ পালন করা হয়, জ্যোতিষবিদ্যায় বলা হয় সীতা নবমীর দিন মাতা সীতার জন্ম হয়েছিল।
সীতা নবমীর দিন মাতা সীতার বিশেষ পুজো করা হয়। বলা হয় সীতা নবমী রাতে কিছু বিশেষ উপায় করা উচিত।
আসুন জেনে নিই যে সীতা নবমী রাতে এমন কী কাজ করতে হবে যা করলে মাথা সীতা প্রসন্ন হন এবং আমাদের ইচ্ছা পূরণ হয়।
সীতা নবমী রাতে মাতা সীতা এবং প্রভু শ্রীরাম এর সামনে ঘি এর দীপক জ্বালাতে হবে। তারপর সীতা মন্ত্র ১০৮ বার জপ করতে হবে। এতে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে।
সেখানে সীতা নবমীর রাতে জানকী স্তুতি পাঠ অবশ্যই করবেন।
সীতা নবমীর সন্ধ্যায় প্রদোষকালে তুলসীর সামনে প্রদীপ জ্বালান এবং তিনবার পরিক্রমা করুন। এমন করলে মা লক্ষ্মী সুখ এবং সমৃদ্ধি প্রদান করবেন।
সীতা নবমীর রাত, মা জানকীকে ক্ষীরের ভোগ দিন এবং তাতে তুলসী দিতে ভুলবেন না। ক্ষীরটি পরের দিন কন্যা শিশুদের খাইয়ে দিন।