BY- Aajtak Bangla

 পূর্ব- পশ্চিম না উত্তর- দক্ষিণ? খাটের কোন দিকে মাথা করে ঘুমানো শুভ?

17 MAY, 2024

ঘুম আমাদের অত্যন্ত প্রিয়, সুস্থ থাকার জন্য ভাল ঘুম খুব জরুরি। 

ঘুমানোর সময় ঘুমের ঘোরে কখন কোন দিকে মাথা করে শুই, সেই দিকেও খেয়াল থাকে না অনেক সময়। 

 বাস্তুশাস্ত্রে সবকিছুর মতোই ঘুমের জন্যও একটা নির্দিষ্ট শুভ দিক রয়েছে।

 তাই জানুন ঘুমানোর জন্য কোন দিক সঠিক বা সবচেয়ে শুভ। 

উত্তর দিকে মাথা করে কখনওই ঘুমাবেন না, বাস্তু অনুযায়ী উত্তর দিককে অশুভ বলে মনে করা হয়।

উত্তর দিকে মাথা করে ঘুমালে শরীরে অনেক রোগ বাসা বাঁধে। 

 বাস্তু মতে, উত্তর দিকে কেবলমাত্র মৃতদেহের মাথা রাখা হয়। 

ঘুমানোর সঠিক দিক হিসাবে দক্ষিণ দিককেই শুভ মানা হয়ে থাকে। এতে সুখ, সমৃদ্ধি, সাফল্য, সৌভাগ্য বৃদ্ধি পায়। 

পূর্ব দিকেও মাথা করে ঘুমাতে পারেন। এতে শিক্ষা, স্মৃতি  বৃদ্ধি পায়।