বাড়িতে ঘনঘন সাপ আসা কীসের ইঙ্গিত? বাঁচতে চাইলে জানুন

22 MARCH 2025

BY- Aajtak Bangla

সাপের নাম শুনলে কার না ভয় লাগে। ঘরে সাপ ঢোকার অনেক শুভ ও অশুভ লক্ষণ রয়েছে।

সাপ ঢোকা কীসের লক্ষণ?

সাপ আসা কি শুভ নাকি অশুভ তা অনেকেই জানেন না। সাপের কামড় যেহেতু মৃত্যু ডেকে আনে, তাই অনেকে সাপকে অশুভ বলে মনে করেন। তবে আদৌ কি তাই?

বাস্তু মতে, ঘরে কালো সাপ আসা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এর অর্থ হল ভগবান শিবের আশীর্বাদ পেতে চলেছেন। সাফল্য পাবেন এবং আর্থিক সঙ্কট কাটতে চলেছে।

কালো সাপ দম্পতির মধ্যে প্রেম এবং স্নেহ বৃদ্ধি করে। অনেক বাড়িতে সন্তান জন্মের ইঙ্গিত দেয়।

কালো সাপ

বাড়িতে কালো সাপের বাচ্চা আশাও শুভ বলে মনে করা হয়। বাড়িতে সাদা সাপ এলে ভাগ্য উদয় হয়।

কালো সাপের বাচ্চা

বাড়িতে হলুদ রঙের সাপ দেখা গেলে জীবনে উন্নতি হয়।

হলুদ সাপ

সবুজ সাপ আসা সমস্যা থেকে মুক্তির লক্ষণ।

সবুজ সাপ

তাই সাপ দেখে অযথা ভয় পাবেন না। সাপ আসা মানে আপনার বাড়িতে ও পরিবারের ওপর ভাগ্য সহায়।