BY- Aajtak Bangla
10 SEPTEMBER, 2024
প্রতিটা মানুষই ঘুমের সময় নানা রকম স্বপ্ন দেখেন। এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা রয়েছে।
মনে করা হয়, প্রতিটা স্বপ্নের পিছনে কোনও না কোনও কারণ থাকে। ভবিষ্যতের কোনও বিপদের জন্য সচেতন করে এই ধরনের স্বপ্ন।
সাপের স্বপ্ন দেখা শুভ না অশুভ? জানুন সাপের স্বপ্ন কোন ধরনের বা কী বার্তা বহন করে।
স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণ ভাবে শুভ স্বপ্ন বলে মনে করা হয়। এই স্বপ্ন জীবনে সুখ -সমৃদ্ধি লাভের দিকে ইঙ্গিত করে।
আপনি যদি স্বপ্নে দেখেন যে একটি সাপ আপনাকে ছোবল মারছে তাহলে তার পিছনে কিন্তু একটি ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে থাকে।
স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ আপনার জীবনে খারাপ কিছু ঘটতে চলেছে। তাই অবিলম্বে আপনাকে সতর্ক হতে হবে।
যদি স্বপ্নে দেখেন সাপ সোজা মন্দিরের ভেতর যাচ্ছে তবে বুঝবেন শিগগিরই আপনার মনের ইচ্ছে পূরণ হবে।
স্বপ্নে সাপ দেখার অর্থ কোনও পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হয়। সাপ দেখা উন্নতি এবং আশীর্বাদের প্রতীক। জীবনে কোনও বড়সড় শুভ বদল হতে পারে।
পরিবার- পরিজনের মধ্যে কারও সন্তান আগমনের বার্তা দিতে পারে শাপের স্বপ্ন।
পায়ের ওপর সাপ চড়ছে বলে স্বপ্নে দেখলে বুঝবেন প্রচুর অর্থলাভ হতে চলেছে আপনার।