BY- Aajtak Bangla
16 JULY, 2023
হরিয়ালি অমাবস্যা ১৭ জুলাই। সোমবার হওয়ার কারণে এর সঙ্গে যুক্ত হচ্ছে সোমবতী অমাবস্যাও।
অমাবস্যা তিথি হল সূর্য ও চন্দ্রের মিলনের সময়কাল। জ্যোতিষীরা বলেন, অমাবস্যার দিনে এই পাঁচটি ভুল কখনোই করা উচিত নয়।
১) বলা হয়, অমাবস্যার দিনে অশুভ আত্মা সক্রিয় হয়ে ওঠে। যা কোনও ব্যক্তির ক্ষতি করতে পারে।
ফলে এইদিন কবরস্থান বা শ্মশানের আশেপাশে যেতে নেই। এই সমস্ত জায়গা এড়িয়ে চলাই ভালো।
২) সোমবতী অমাবস্যার দিনে অ্যালকোহল, মাংস, মাছ ইত্যাদি খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। তাই এইসব এড়িয়ে চলুন।
৩) সোমবতী অমাবস্যার সময় বাড়িতে শান্তি বজায় রাখুন। কোনও রকম ঝগড়া বা বিবাদে জড়াবে না।
৪) অমাবস্যা তিথি পূর্বপুরুষদের জন্য উৎসর্গ করা হয়, এই দিনটি পূর্বপুরুষদের স্মরণ ও ধর্মীয় কাজের জন্য পরিচিত।
সেই জন্য অমাবস্যার দিনে শুভ কাজ, কেনাকাটা না নতুন কিছু করা উচিত নয়।
৫) হরিয়ালি অমাবস্যায় কোনও অসহায় ব্যক্তিকে বিরক্ত করবেন না। এতে ভগবান রেগে যেতে পারেন।