25 April,, 2024

BY- Aajtak Bangla

লুঙ্গি পরার জন্যও হতে পারে ক্যানসার, ছেলেরা সাবধান

প্রায় প্রত্যেক মহিলারই যেমন প্রধান বস্ত্র হল শাড়ি। তেমনি পুরুষদের হল পায়জামা বা লুঙ্গি।

তবে বর্তমানে প্রচুর মহিলার মধ্যে শাড়ির ক্যান্সার দেখা যায়। কিন্তু শুধুমাত্র শাড়িতেই ক্যান্সার হবে এমনটা নয়।

ক্যান্সার হতে পারে এখন পায়জামা বা লুঙ্গি থেকেও। কীভাবে হয় জেনে নিন।

এই ক্যান্সারকে বলা হয় “ধুতি ক্যান্সার”।

বিশেষজ্ঞদের মতে , পুরুষেরা যখন আঁটসাঁটো করে লুঙ্গি বা পায়জামা বাঁধে তখন তখন ত্বকে ক্যান্সারের সৃষ্টি হয়।

বছরের পর বছর ধরে ত্বকের একই জায়গায় শক্ত করে লুঙ্গি বা পায়জামা বাঁধলে ত্বকের সেই জায়গায় ক্রমাগত ঘর্ষণের ফলে ক্ষত ও জ্বালার সৃষ্টি হয়।

এর ফলেই ধীরে ধীরে কোমরে ক্যান্সারের সৃষ্টি হয়।

তবে এই ক্যান্সারে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা ০.২ থেকে ০.৩ এর থেকে বেশি নয়।

কোমরের ক্যান্সার এড়িয়ে চলার জন্য আঁটোসাঁটো করে লুঙ্গি বা পায়জামা কখনই বাঁধবেন না।

যে সমস্ত জামা কাপড় পড়লে ত্বকে জ্বালাভাব হয় ও র‍্যাশ ওঠে তাহলে সেই জামা পরিত্যাগ করুন।