BY- Aajtak Bangla

রাতারাতি বদলে দেবে জীবন, সাফল্য পেতে মানুন শ্রী রামকৃষ্ণ দেবের বাণী

29th december, 2024

উনবিংশ শতাব্দীর ভারতে সম্ভবত তিনিই ছিলেন সবথেকে উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্ব। মা কালীর এই সাধক বহুবার ঈশ্বরকে প্রত্যক্ষ করেন বলে মনে করা হয়।

রামকৃষ্ণ দেবকে নারায়ণের আধুনিক যুগের অবতার বলে মনে করেন তাঁর ভক্তরা। তাঁর মধ্যে ঈশ্বরের বহিঃপ্রকাশ ঘটেছিল বলে তাঁর ভক্তদের মনের বিশ্বাস।

তাই জীবনে যদি সব ক্ষেত্রে সফল হতে চান তাহলে অবশ্যই মানুন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই বাণীগুলি।

জীবনে শান্তি পেতে মনের ময়লা গুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা, মনে যতক্ষণ কাম, ক্রোধ, লোভের বাস সেখানেই সর্বনাশ।

তোমার মন কে ভেদাভেদ শূন্য করতে শেখ তবেই তুমিও যে কোন কাজের মধ্যেই  ভক্তিরস খুঁজে পাবে।

বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক, তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা কর এবং মনের ভেদ কে দূরে সরাও।

তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ।

যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন।

তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে।

তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তিই না থাকে তবে সবই নিরর্থক।