BY- Aajtak Bangla
28th August, 2024
r
জীবনে সফল হতে হলে আচার্য চাণক্যর নীতি মেনে চলা খুব দরকার।
চাণক্যের বলা এক-একটা বাক্য জীবনে সফলতার রাস্তা দেখায়।
এই চাণক্যর মতে, মানুষ যদি সফল হতে চান তাহলে তাঁর মধ্যে বক পাখির এই একটা গুণ থাকা অতি আবশ্যক।
বকের এই গুণই মানুষকে সফলতা দেবে, শুধু তাই নয়, তাঁকে আরও ভাল মানুষ তৈরি করবে।
চাণক্যর মতে, বক পাখির মধ্যে সংযম ক্ষমতা খুব ভাল রয়েছে। বক পাখি তার সব ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রেথে সব কাজ করে থাকে।
বক পাখির সংযম এতটাই যে সে মাছ শিকারের জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং সে অন্য কোনও বিষয়ে মনোযোগ দেয় না।
সেরকমই বুদ্ধিমান ব্যক্তি কোনও কাজে সফলতা চাইলে তাকে নিজের ওপর সংযম রাখতে হবে।
যে কোনও কাজ যদি সংযম রেখে করা যায় তাহলে সে সবসময় উন্নতি করবে। তার সফলতা অবশ্যই আসবে।
আবার কোনও ব্যক্তি যদি তাঁর ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারে তাহলে তাকে সর্বদা অসফলতার স্বাদ চাখতে হয়।
বকের পাশাপাশি চাণক্য মুরগি থেকেও সফলতার পাঠ নেওয়ার পরামর্শ দিয়েছে।
চাণক্যের মতে, মুরগী যেমন ভোরবেলায় উঠে যায়, সেই অভ্যাস সব মানুষের হওয়া উচিত। সফলতা আসবেই।