BY- Aajtak Bangla

আজ রাতেই সূর্যগ্রহণ, এই রাশির উড়বে ঘুম, আপনি তালিকায় নেই তো?

8th April, 2024

বছরের প্রথম সূর্যগ্রহণ ৮ এপ্রিল অর্থাৎ সোমবার হতে চলেছে। এই গ্রহণ মীন রাশি ও রেবতী নক্ষত্রে হবে।

জ্যোতিষবিদদের মতে, এই সূর্যগ্রহণ সব রাশির ওপর প্রভাব ফেললেও কুম্ভ রাশির জাতকদের ওপর খারাপ প্রভাব ফেলতে চলেছে।

চাকরিতে চিন্তা-অশান্তি বাড়তে চলেছে। কর্মস্থানে সহকর্মীদের সঙ্গে ঝগড়া বে। তাড়াহুড়োতে করা কাজ বিগড়ে যাবে। নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখুন।

ব্যবসায় লোকসান হওয়ার যোগ রয়েছে। লাভ দিতে পারে এমন চুক্তি হাত থেকে বেরিয়ে যেতে পারে। দীর্ঘ যাত্রা করার থেকে বিরত থাকুন।

আর্থিক পরিস্থিতির দিকে নজর দিন। ঋণ দেওয়া-নেওয়া এড়িয়ে চলুন। অর্থ লোকসান হতে পারে। টাকা সঞ্চয় করতে পারবেন না।

আপনার কাছের কেউ আপনার সঙ্গে আর্থিক প্রতারণা করতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ এখনই করবেন না। কোনও গাড়ি কিনবেন না।

সূর্যগ্রহণের কুপ্রভাবে জীবনে অশান্তি শুরু হবে। দাম্পত্য জীবনে ঝামেলা দেখা দেবে। ভাই-বোনের সঙ্গে মতবিরোধ দেখা দেবে।

এই সূর্যগ্রহণ আপনার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলবে। কোনও পুরনো রোগ ফিরে এলে সেখান থেকে সমস্যা শুরু হবে। রোগের জন্য খরচ বাড়তে পারে।