1 October, 2024
BY- Aajtak Bangla
মহালয়ায় (Mahalaya 2024) সূর্যগ্রহণ (Surya Grahan 2024) বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ববাসী।
মহালয়ার দিন সূর্যগ্রহণ নিয়ে স্বাভাবিক ভাবেই নানা জল্পনা।
২ অক্টোবরের সূর্যগ্রহণ বলয়গ্রাস গ্রহণ হবে।
বলয়গ্রাস গ্রহণ মানে, আকাশে সেই রিং অফ ফায়ার দেখা যাবে। মনে হবে, যেন সূর্য উজ্জ্বল হিরের আংটি।
২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণটি হয়েছিল পূর্ণগ্রাস।
মহালয়ার দিন অর্থাত্ বুধবার রাত ৯টা ১৩ মিনিটে গ্রহণ শুরু হবে।
সূর্যগ্রহণ শেষ হবে ভোররাত ৩টে ১৭ মিনিটে।
আর্জেন্টিনা, আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরুসহ অনেক দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে।
এই গ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না।
তাই ভারতের গ্রহণের কোনও সূতক কাল নেই।
এই দিনে কোনও দরিদ্র মানুষকে ছোলা, গম, গুড়, ডাল ইত্যাদি দান করলে শুভ ফল পেতে পারেন।