17 April, 2024
BY- Aajtak Bangla
আজ রামনবমীর বিশেষ তিথি। সেই উপলক্ষ্যে দেশজুড়ে মহা ধুমধাম করে পালিত হচ্ছে এই উৎসব।
অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এটি রামলালার প্রথম রামনবমী। অযোধ্যাজুড়ে এলাহি উত্সব।
সকাল থেকেই ধর্মীয় আচার মেনে রামলালার পুজো শুরু হয়েছে। এদিনই রামলালার কপালে সূর্য তিলক অনুষ্ঠান সম্পন্ন হল।
ঠিক দুপুর ১২টায় রামলালার কপালে পড়ল সূর্যের আলো। একেবারে মোহময় সেই রূপ।
ঠিক দুপুর ১২টা বাজতেই রামলালার কপালে সূর্যের রশ্মি পড়ার সঙ্গে সঙ্গেই সূর্য তিলক অনুষ্ঠান সম্পন্ন।
সূর্যের রশ্মি লেন্সের গ্লাসে প্রতিফলিত হয়ে ৫ মিনিটের জন্য রামলালার কপালে সূর্য-তিলকের সৃষ্টি করেছে।
এই অপূর্ব দৃশ্য দেখানোর জন্য মন্দির ট্রাস্ট প্রায় ১০০টি এবং সরকার প্রায় ৫০টি এলইডির ব্যবস্থা করেছে। ভক্তদের অবাধ প্রবেশের অনুমতিও ছিল সূর্যতিলকের সময়।
২.৭ একর জমির উপর নির্মিত এই মন্দিরটির তিনটি তলা রয়েছে। মন্দিরটির দৈর্ঘ্য ৩৮০ ফুট এবং উচ্চতা ১৬১ ফুট ও ৩৯২টি স্তম্ভ রয়েছে। মন্দিরে ঢোকার জন্য একটি ‘সিংহ দ্বার’ রয়েছে।
এছাড়াও মন্দিরে প্রবেশের জন্য ১২টি পথ রয়েছে। মন্দির প্রবেশের পথে প্রথমেই রয়েছে একটি নাট মন্ডপ এবং রঙ্গ মন্ডপ রয়েছে। এছাড়াও মন্দিরে রামলালা ছাড়া সূর্যদেব, বিষ্ণু এবংপঞ্চদেবের মূর্তি রয়েছে।
ভগবান রামকে দর্শন করার জন্য ভোর সাড়ে ৩টে থেকে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। ভক্তরা রাত ১১টা পর্যন্ত দর্শন করতে পারবে রামলালাকে।
ভোর রাত থেকেই মন্দির সংলগ্ন সরযূ ঘাটে স্নান করে ভক্তরা মন্দিরে জমায়েত হতে শুরু করেছেন। এর পাশাপাশি সরযূ ঘাট আরতি হয়েছে যেখানে বহু ভক্ত উপস্থিত ছিলেন।