07 JULY, 2024
BY- Aajtak Bangla
গোটা শরীরে রয়েছে এই ৫ চিহ্ন, এতেই সফল কোহলি
ফাইনাল ম্যাচে বিরাট কোহলির ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের ভিত্তিতে টিম ইন্ডিয়া তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
এরপর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের নেন কোহলি। খেলাধুলোর পাশাপাশি, কোহলি ভীষণ ভাবে আধ্যাত্মিক মানুষ।
কিং কোহলির শরীরেও তার ছাপ রয়েছে। ৫টি ট্যাটু তারই প্রমাণ।
বিরাট কোহলির বাম হাতে কৈলাস পর্বতে ধ্যানরত শিবের একটি ট্যাটু রয়েছে।
কিং কোহলির বাঁ কাঁধে 'ওম' চিহ্নের একটু ট্যাটু রয়েছে। সনাতন ঐতিহ্যে ওমকে পবিত্র প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
বিরাট কোহলি বৃশ্চিক রাশির জাতক, তাই তিনি তাঁর ডান হাতে বৃশ্চিক রাশির ট্যাটুও করিয়েছেন।
কোহলির বাম কাঁধে একটি চোখের চিহ্ন রয়েছে যাকে তিনি ঈশ্বরের চোখ বলেন।
কোহলির কাঁধের কাছে একটি মঠের ট্যাটুও রয়েছে। বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য এটি একটি পবিত্র স্থান।
Related Stories
জ্যৈষ্ঠ মাসে এই ২ দেশী সবজি হয়ে যায় 'বিষ', সস্তায় পেলেও কিনবেন না
পিতৃদোষে জীবনে অমঙ্গল? দোষ কাটাবেন কীভাবে?
বাড়িতে ছেলেদের খালি গায়ে থাকা উচিত নয়, কেন জানেন?
এমন জায়গায় বাড়ি করলেই দারিদ্র্য নেমে আসবে, সুখে থাকার টিপস চাণক্যর