17 MAY 2025

BY- Aajtak Bangla

বাড়িতে লেজ কাটা টিকটিকি দেখে ফেলেছেন? কীসের ইঙ্গিত জানুন

টিকটিকি দেখলে অনেকেই ভয় পান কেউ আবার ঘেন্না পান। কিন্তু অনেকেই জানেন না ঘরের মধ্যে দেখা গেলে তার বিশেষ লক্ষণ খেয়াল করা যায়। 

বাস্তু শাস্ত্রে টিকটিকির গতিবিধির বিভিন্ন ভবিষ্যদ্বাণীতে করা হয়েছে। জেনে নিন ঘরে টিকটিকি দেখা গেলে তা শুভ না অশুভ।

ঘরের মধ্যে কালো টিকটিকি দেখা গেলে তা অশুভ মনে করা হয়। আর্থিক ক্ষতি হওয়ার লক্ষনণ বলে ধরে নেওয়া হয়।

ঘরের ঠাকুরের আসনের আসে পাশে কালো টিকটিকি দেখা গেলে তা খুবই খারাপ। টিকটিককে লক্ষ্মীর প্রতীক মনে করা হলেও কালো টিকটিকি অশুভ বলেই ধরা হয়। 

এক সঙ্গে দুটো টিকটিকি দেখা দেখা গেলে তা অশুভ বলে বিবেচনা করা হয়। এটাকে রোগের আগমনের লক্ষণ হিসাবে ধরা হয়। 

নারী বা পুরুষের শরীরে টিকটিকি পড়লে অনেক ক্ষেত্রে শুভ ও অনেক ক্ষেত্রে অশুভ লক্ষণও বলে মনে করা হয়। 

টিকটিকিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসাবে মনে করা হয়। শুক্রবার যদি ঠাকুর ঘরে বা মন্দিরের কাছে একটি টিকটিকি দেখা যায় তাহলে তা শুভ বলে মনে করা হয়।

টিকটিকির মধ্যে একটি বিশেষ শারীরবৃত্তীয় ক্ষমতা থাকে, যাতে তার শরীরের কোনও অংশ কেটে গেলে ধীরে ধীরে সেই কাটা অংশ থেকে আবার নতুন অঙ্গ গজিয়ে ওঠে। একে বলা হয় অটোটমি। শত্রু কখনও টিকটিকিকে আক্রমণ করলে সে তার শরীরের ওই অংশটিকে খসিয়ে দিতে পারে। এই টিকটিকিটিও তেমনই করেছিল, পরে ওই জায়গায় লেজ তৈরি হয়।

এই ঘটনা খুবই স্বাভাবিক। লেজ কাটা টিকটিকি দেখলে এর আলাদা কোনও মাহাত্ম্য নেই। টিকটিকি দেখা ষেমন শুভ, লেজ কাটা টিকটিকি দেখাও শুভ।