15 JULY 2025

BY- Aajtak Bangla

তাল গাছ বাড়ির কাছে থাকলে কী হয়? জেনে তবেই রাখুন

তালের মরশুম শুরু হয়ে গেছে। এবার তাল এক এক করে পড়বে। অনেকের বাড়ির আশেপাশেই তালগাছ থাকে তারা জানুন বাড়ির সামনে এই গাছ থাকলে কী হয়।

অনেকে বাড়ির বাগানো তাল গাছ লাগান। তালের সুগন্ধ মন্ত্রমুগ্ধ করে।

বাড়িতে তাল গাছ থাকলে কী হয়?

বাড়িতে অনেকে অনেক গাছই লাগান, এর বাস্তু প্রভাব না জেনে।

বাড়িতে যারা তাল গাছ লাগিয়ে রেখেছেন বা যাদের আশেপাশেও তাল গাছ আছে তারা জেনে রাখুন কী হয়।

তাল গাছ বাড়িতে থাকা মানেই ঘরের তাল কাটবে। ঝগড়া-ঝামেলা ডেকে আনে।

তাল তাওয়ার পর এর যে আঁটি তা ঘরের বাইরে ফেলে রাখলে এর থেকে চারা গজায়, এতে ঘরে নেতিবাচকতা আসে। অশান্তি, অসুস্থতা আসে।

তাল রান্না করলে আঁটিগুলো প্লাস্টিক বা চটের ব্যাগ ফেলে মাটিতে ফেলবেন। সরাসরি ফেলবেন না।

তালের শাঁস হল মা লক্ষ্মীর প্রিয় প্রসাদ। তাই এটি সঠিকভাবে যত্নে রাখুন। দেবী লক্ষ্মীকে তালের শাঁস নিবেদন করতে পারেন।

সকালে ঘুম থেকে উঠেই পাকা তাল দর্শন করবেন না। বাড়ির পূর্ব দিকে তাল, তেঁতুল, শিমুল গাছ রাখতে নেই। এতে গৃহে অমঙ্গলের আশঙ্কা থাকে। বড় হোক বা ছোট বাহারি তাল গাছ সবটাই নেতিবাচকতা আনে।