13 JANUARY 2026

BY- Aajtak Bangla

শনিবার তেজপাতা-শুকনো লঙ্কার এই টোটকা করুন, উপচে পড়বে টাকা

বাড়িতে সুখ টানতে আর অর্থ আকর্ষণ করতে তেজপাতা-শুকনো লঙ্কার এই টোটকা করুন।

বাড়িতে সুখ-শান্তি বজায় রাখা মুখের কথা নয়। তার জন্য অনেক কাঠখর পোড়াতে হয়। তাহলেই সুখ-শান্তি বজায় থাকে।

তবে সুখের সংসারে নজর লাগতে বেশই সময় লাগে না। প্রতিবেশি, বন্ধু বান্ধব বা আত্মীয়েরা প্রায়শই সুখের সংসারে আগুন লাগাতে পারেন।

এর থেকে বাঁচতে কিছু টোটকা করে দেখুন। কোনও নেতিবাচক শক্তি আপনার ও পরিবারের আশেপাশে থাকবে না।

প্রতি শনিবার ৫টি তেজপাতা ও শুকনো লঙ্কা একটি পাত্রে বা মাটির পাত্রে রেখে এটি জ্বালান।

এরপরে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন। এই ধোঁয়ার প্রভাবে সমস্ত সমস্যা দূর হয় বলে মনে করা বয়। বন্ধ হয় দাম্পত্য কলহ। এতে অনিদ্রা-দুশ্চিন্তার মতো সমস্যাও মিটবে।

তেজপাতা ও শুকনো লঙ্কা বাড়ির বাস্তু ও নেতিবাচকতা দূর করতে খুব কার্যকরী। এমনকি বালিশের তলায় তেজপাতা রেখে শুলে অর্থকষ্টও দূর হয়।

অশান্ত মনকে শান্ত করতে আর লক্ষ্মীভাগ্য টানতে তেজপাতা ও কর্পূরও পোড়াতে পারেন।