22 JUNE, 2023

BY- Aajtak Bangla

অশান্তি-অর্থাভাব, ঠাকুরঘরের ওই ভুলটিতে নয় তো? 

মন্দির বা ঠাকুরঘর সঠিক দিকে হওয়া উচিত

এর পাশাপাশি পুজোর স্থানে বাস্তুর কিছু বিশেষ নিয়মের প্রতি খেয়াল রাখতে হবে। তা না হলে, জীবনে নানা সমস্যায় পড়তে হতে পারে।

ঠাকুরঘর তৈরি করতে উত্তর-পূর্ব, পূর্ব বা উত্তর দিককে প্রাধান্য দিন। এই দিকগুলিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

ঠাকুরঘরের ভিতর মূর্তি রাখা উচিত। তবে মনে রাখবেন প্রতিমার উচ্চতা ৯ ইঞ্চির বেশি বা ২ ইঞ্চির কম হওয়া উচিত নয়।

মনে রাখবেন  ঠাকুরঘরে যেন সব সময় ধূপের গন্ধে সুগন্ধযুক্ত থাকে।

ঠাকুরঘরের জন্য হালকা নীল, সাদা এবং হালকা হলুদের মতো শান্ত রং বেছে নিন। সাদা বা ক্রিম মেঝের জন্য শুভ বলে মনে করা হয়।

ঠাকুরঘর যেন অন্ধকার না হয়, সেই দিকে নজর দিতে হবে। প্রাকৃতিক আলো আসার জন্য উত্তর-পূর্ব দিকে একটি জানালা রাখা যেতে পারে। 

ঠাকুরঘরের জন্য কাঠের দরজা থাকতে হবে। পোকামাকড় এড়াতে এই দরজাগুলিতে দুটি শাটার এবং একটি থ্রেশহোল্ড থাকা উচিত

ভুলবশত, মৃত্যু, যুদ্ধ ইত্যাদি নেতিবাচক শক্তিকে বোঝাচ্ছে এরকম ছবি ভুল করে ঠাকুর ঘরে রাখবেন না।