6 JULY, 2023
BY- Aajtak Bangla
জ্বর নাশের বিচিত্র দেবতা হলেন জ্বরাসুর।
গায়ের রঙ ঘন নীল। তিনটি মাথা, নয়টি চোখ, ছয়টি হাত ও তিনটি পা নিয়ে জ্বরাসুর বিরাজ করেন।
অসংখ্য থানে শীতলা, মনসা, দক্ষিণ রায়, আটেশ্বর প্রভৃতি লৌকিক দেবদেবীর সঙ্গে জ্বরাসুর পুজো পান।
জ্বরাসুরের মূর্তি পূজার প্রচলন খুব বেশি এবং শীতলার থানে বা মন্দিরে জ্বরাসুর নিত্যপুজো পান।
পাল যুগ থেকে বাংলায় শীতলা মূর্তির সঙ্গী হতে শুরু করে জ্বরাসুর।
হিন্দু পুরাণ মতে, জ্বরাসুর হলেন জ্বর-দেবতা এবং শীতলা দেবী হলেন তার স্ত্রী।
উত্তর ভারত এবং পূর্ব ভারতের বসন্ত এবং জ্বর রোগের রক্ষাকর্তা হিসেবে যথাক্রমে শীতলা ও জ্বরাসুর পুজিত হন।
মনে করা হয়, শিবের ধ্যান করার সময় কপালের ঘাম থেকে জ্বরাসুর জন্মগ্রহণ করেছিলেন।