BY- Aajtak Bangla
9th February, 2025
বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট বাড়িতে নিয়ে আসাকে খুবই শুভ বলে মনে করা হয়। সেই বাড়িতে কখনই আর্থিক অনটন আসে না।
যে বাড়িতে মানিপ্ল্যান্ট থাকে সেখানে পরিবারের সদস্যদের আয় বাড়তে থাকে। ঘরে সুখ-সমৃদ্ধি আসে।
মানি প্ল্যান্টের জন্য বাড়িতে ইতিবাচকতা বজায় থাকে। পরিবারের লোকেদের মধ্যে সম্পর্ক ভাল হয়।
বাস্তু শাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্ট বাড়িতে রাখার সময় শুধু একটা কথাই মনে রাখা দরকার।
বাস্তুমতে, বিশেষ করে এটা খেয়াল রাখবেন যে মানি প্ল্যান্টের শাখা-প্রশাখা যেন কখনও মাটিতে না পড়ে থাকে।
যদি বাড়িতে মানি প্ল্যান্টের শাখা-প্রশাখা মাটি ছুঁয়ে ফেলেছে তাহলে এটা অশুভ লক্ষণ। এতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরকম অবস্থায় বাড়িতে আর্থিক সঙ্কট আসা শুরু হয়ে যায়। সমস্যা ঘিরে ধরে পরিবারের সদস্যদের।
সবসময় মানিপ্ল্যান্টের শাখা-প্রশাখা ওপরের দিকে যেন থাকে। এরকম হলে বাড়িতে ইতিবাচকতা বিরাজ করে।
কখনও শুকিয়ে যেতে দেবেন না মানি প্ল্যান্টকে। পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে সেটাকে ছেঁটে ফেলুন। ডালপালা শুকিয়ে যাওয়াকে অশুভ বলে মনে করা হয়।