BY- Aajtak Bangla

রান্নাঘরে এই ৫ জিনিস রাখবেন না, অন্নপূর্ণার রোষে পড়বেন

10 OCTOBER, 2023

হিন্দুমতে রান্নাঘরের দেবী হলেন অন্নপূর্ণা, তিনি দেবী পার্বতীরই এক রূপ।

মা অন্নপূর্ণার দয়ায় আমরা খেয়ে বেঁচে আছি। ভক্তদের বিশ্বাস দেবীর কারণেই খাবার জোটে।

 যদি মা অন্নপূর্ণা কোনও ব্যক্তির উপরে রেগে যান, তাহলে সেই ব্যক্তি ক্ষুধার্ত থাকেন। 

তাই দেবীকে সন্তুষ্ট করতে বাড়ির সঠিক স্থানে রান্নাঘর থাকা খুবই গুরুত্বপূর্ণ।  

মা অন্নপূর্ণাকে সন্তুষ্ট করতে ৫টি জিনিস কখনও রান্নাঘরে রাখা উচিত না। জেনে নিন এই কয়েকটি জিনিস।

বাস্তুমতে রান্নাঘরে ভুল করেও ওষুধ রাখা উচিত না, এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, সেই বাড়ির সমৃদ্ধির ক্ষতি হয়। 

ভাঙা বাসন পানীয় ও খাবারের জন্য ব্যবহার করলে বাড়ির প্রধান কর্তার উপর ক্ষতিকর প্রভাব পড়ে।

রান্নাঘরে কখনও ঝাঁটা রাখা উচিত না, এর ফলে বাড়িতে  অভাব-অনটন দেখা দেয়। 

রান্নাঘরে আয়না রাখা উচিত নয়। এর ফলে জল ও আগুনের ভারসাম্যে সমস্যা তৈরি হয়। 

রান্নাঘরে প্লাস্টিকের কৌটো  নেতিবাচক শক্তির ইঙ্গিত দেয়। এর ফলে বাড়ির লোকজনদের স্বাস্থের সমস্যা দেখা দেয়।