2 August, 2023
BY- Aajtak Bangla
দেব-দেবী ছাড়াও হিন্দু ধর্মে গাছ-গাছালি এবং পশু-পাখিদেরও পুজো করা হয়।
বিশ্বাস করা হয় যে কিছু বিশেষ প্রাণী ও পাখি অত্যন্ত শুভ এবং তাদের পুজো ও সেবা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
বাস্তুশাস্ত্রেও এই পশু-পাখির সঙ্গে যুক্ত শুভ ও অশুভ লক্ষণের কথা বলা হয়েছে।
বাড়িতে কয়েকটি পাখির আগমন খুবই শুভ বলে মনে করা হয়।
তোতা- বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে হঠাৎ করে তোতাপাখির আগমন ঘটলে তা খুবই শুভ।
পেঁচা - পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন মনে করা হয়। ঘরে পেঁচা আসলে বা বাড়ির আশেপাশে পেঁচা দেখা গেলে আপনার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে।
বাড়িতে পাখির বাসা: বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির বাসা তৈরি করা খুবই শুভ। এটি ঘরে সুখ, সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে।
ঘরে কাকের আগমন- ঘরে কাকের আগমনকেও খুব শুভ বলে মনে করা হয়।
নীলকন্ঠ - নীলকন্ঠ পাখি কদাচিৎ দেখা গেলেও এই পাখির দেখা পাওয়া খুবই শুভ।