21 MAY 2025

BY- Aajtak Bangla

জ্যৈষ্ঠ মাসে এই ২ দেশী সবজি হয়ে যায় 'বিষ', সস্তায় পেলেও কিনবেন না

এমন কিছু সবজি আছে যা ভুলেও জ্যৈষ্ঠ মাসে খেতে নেই। খেলেই পেটের রোগ অবধারিত। সস্তায় পেলেও কিনবেন না। কোন সবজি সেগুলো জানুন।

স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই বেগুন খান।

তবে বেগুন খাওয়ায় কিছু নিষেধাজ্ঞা আছে। অনেকেরই তা অজানা।

বছরের একটি বিশেষ মাসে বেগুন খাওয়া এড়াতে হবে। সেটা কোন মাস? খেলে কী হয়? জানুন।

বাংলা বছরের জ্যৈষ্ঠ মাস বেগুন খাওয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয়, বিশেষ করে যাঁদের প্রথম সন্তান পুত্র, তাঁদের জ্যৈষ্ঠ মাসে একেবারেই বেগুন খাওয়া উচিত নয়।

এছাড়া, একাদশী, দ্বাদশীতে বেগুন খাওয়া উচিত নয় বলে বিশ্বাস করা হয়।  

জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে লক্ষ্মীদেবী রুষ্ট হতে পারেন। পুত্রসন্তানও রোগের মুখে পড়তে পারেন বলে মনে করা হয়।

তবে এ তো গেল প্রচলিত বিশ্বাস। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও।

আসলে  জ্যৈষ্ঠ মাসে বেগুনের মধ্যে ছোট ছোট পোকা ধরে। যা খালি চোখে দেখা যায় না। গরম গিয়ে বর্ষা এলে এই পোকা বড় হয়। চোখে দেখা যায়। তাই পেটে কৃমির মতো রোগ এড়াতে এই এক মাস বেগুন খাওয়া এড়ান।

জ্যৈষ্ঠ মাসে লাউ বা লাউশাক খাওয়াও উচিত না। এই সময় লাউয়ের মধ্যে সংক্রামক রোগ ছড়িয়ে যায়। যা রান্নার পরও কাটে না।

অনেকেই এই মাসে লাউ বা বেগুন খান না বলে খুব সস্তায় বিক্রি হয় বাজারে।