9 July, 2023

BY- Aajtak Bangla

ভারতের একমাত্র পুরুষ নদী, কোথায় আছে জানেন ?

নদীকে জীবনের স্রোত হিসাবে মনে করা হয় আর হিন্দু ধর্মে এর বিশেষ মাহাত্ম্য রয়েছে।

নদীকে দেবীরূপে পুজো করা হয়ে থাকে। দেশের অনেক নদীকেই মায়ের স্থান দেওয়া হয়েছে।

কিন্তু এই দেশে এমন এক নদী রয়েছে যা একমাত্র পুরুষ নদী বলে পরিচিত।  

এই নদীর উৎস তিব্বত, আর এই পুরুষ নদীর নাম ব্রহ্মপুত্র।

ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে বেরিয়ে বাংলাদেশ পর্যন্ত যায়। ভারতে ব্রহ্মপুত্র নদী ২৭০০ কিলোমিটার দীর্ঘ।

তিব্বতে এই নদীকে বলা হয় ইয়ারলুং সাংপো এবং বাংলাদেশে যখন প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় পদ্মা।

ভগবান ব্রহ্মার পুত্র বলে মনে করা হয় ব্রহ্মপুত্রকে। তাই এই নদী পুরুষ।

হিন্দু ধর্মের পাশাপাশি এই নদীকে জৈন ও বৌদ্ধরাও পুজো করে থাকেন।