12 July, 2023
BY- Aajtak Bangla
লজ্জাবতী গাছ শিব ও শনির কাছে অত্যন্ত প্রিয়। শ্রাবণে এর প্রয়োগের বিশেষ গুরুত্ব রয়েছে।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে লজ্জাবতী গাছ লাগালে তা ফলদায়ক বলে মনে করা হয়।
এই গাছ লাগানোর সময় কোন দিকে লাগাচ্ছেন তা জানা জরুরি।
বাস্তু মতে লজ্জাবতী গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগাতে হবে।
বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে এই দিকে চারা রোপণ করা খুবই উপকারী।
বাস্তু মতে এই দিকে লজ্জাবতী গাছ লাগালে সুখ ও সমৃদ্ধি আসে।
সেই সঙ্গে পূর্ব দিকে এর চারা লাগালে ঘরে আর্থিক সংকট হয় না।
বাড়ির পূর্ব দিকে লজ্জাবতীর সামনে ৪৫ দিন ঘিয়ের প্রদীপ জ্বালান।
বাস্তু মতে এটি করলে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হবে।