BY- Aajtak Bangla

মানিপ্ল্যান্ট নয়, এই গাছই টাকার গাছ, অনেকেই জানেন না

21st July, 2024

বাড়িতে সুখ-সমৃদ্ধি ও টাকার জন্য অনেকেই মানিপ্ল্যান্ট লাগিয়ে থাকেন।

বলা হয় যে বাড়িতে এই গাছ থাকে সেখানে কোনওদিন টাকার অভাব হয় না।

তবে টাইগার গ্রাস নামে পরিচিত গাছটিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।

আসলে আমরা ঘরবাড়ি পরিষ্কার করতে যে ফুলঝাড়ু ব্যবহার করি তা এই উদ্ভিদ থেকে তৈরি করা হয়।

ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। তাই আমরা ঘরের ঝাড়ু সাধারণত লুকিয়ে রাখি। ঝাড়ুতে পা স্পর্শ করাকেও আমাদের সংস্কৃতিতে অশুভ বলে মনে করা হয়।

যে গাছ থেকে ফুলঝাড়ু তৈরি হয় সেটি একধরনের বন্য উদ্ভিদ। এটি বন্য প্রকৃতিতে এমনিই বেড়ে ওঠে।

এই গাছটি টাইগার গ্রাস নামেও পরিচিত, কারণ বনে বাঘ-সিংহরা সাধারণত শিকারের আশায় এই গাছের আড়ালে লুকিয়ে থাকে।

টাইগার গ্রাস যাঁদের বাড়িতে থাকে তাঁদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

এই গাছের মূল ও নির্যাস ত্বক সংক্রান্ত রোগে ব্যবহৃত হয়। এছাড়া টাইগার গ্রাস রক্ত সংক্রান্ত বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও পরিচিত।